1. muhammadesapress@gmail.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  2. live@grandnewsbd.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  3. info@www.grandnewsbd.com : গ্রান্ড টিভি :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক ফয়ছল আলম সংবর্ধিত দেশ ও মানুষের কল্যাণ সাধন হয় এমন সাংবাদিকতাই কাম্য: মিফতাহ সিদ্দিকী বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে কল্যাণমুখীরাষ্ট্র গঠনে কাজ করবে, খন্দকার আব্দুল মুক্তাদির দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র আদেশ স্থগিত ৭ নভেম্বর তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ কর্তৃক পাঠ্যসূচি মেধাবৃত্তি পরীক্ষা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির আমরা শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সিলেট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফ উদ্দিন রতনকে অভিনন্দন সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজ রক্ষায় যৌথবাহিনীর অভিযান বিএমজেএ সিলেটের সংবাদ সম্মেলনে অভিযোগ সিলেট খাদিমপাড়ায় জাল দলিল তৈরি করে জমি দখল হজরত শাহজালাল রহ. শিলালিপি ও রাজকীয় ফরমান সমীক্ষা। ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সিলেটে সেমিনার ও প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সিলেটে সেমিনার ও প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নারীদের প্রাণঘাতী রোগ ব্রেস্ট ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বাড়াতে সিলেটে আয়োজন করা হয় “Breast Cancer Awareness Seminar & Practical Demonstration with Multimedia” শীর্ষক এক বিশেষ সেমিনার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি।
আয়োজনটি যৌথভাবে আয়োজন করে ওসমানী মেডিকেল কলেজের ওবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি। এতে উপস্থিত ছিলেন চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, রোটারিয়ান সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, অধ্যক্ষ, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সচেতনতা। একজন নারী যদি নিজেই নিজের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হন, তাহলে অনেক জটিল রোগ প্রাথমিক অবস্থায় শনাক্ত করা সম্ভব। এখন সময় এসেছে ভয় নয়, সচেতনতার মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার মোকাবিলা করার।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজাউল হাসান লোদী কয়েস, সভাপতি, গভার্নিং বডি, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ; পিডিজি এম আতাউর রহমান পীর, ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর (RID-65); এবং প্রফেসর ডা. জামিলা খাতুন, বিভাগীয় প্রধান, গাইনী ও প্রসূতি বিভাগ, ওসমানী মেডিকেল কলেজ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. সাবিনা আখতার, গাইনী ও প্রসূতি বিভাগ,ও প্রফেসর ডা. জামিলা খাতুন ,ওসমানী মেডিকেল কলেজ। তিনি তাঁর মাল্টিমিডিয়া উপস্থাপনায় ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং স্ব-পরীক্ষার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় উপস্থিত শিক্ষার্থীরা হাতে-কলমে সচেতনতা অর্জনের সুযোগ পান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির সভাপতি রোটারিয়ান মোঃ ছয়ফুল আলম।
তিনি বলেন, “রোটারি শুধু দান-খয়রাত নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে। নারীস্বাস্থ্য রক্ষায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আজকের এই আয়োজন আমাদের সেই অঙ্গীকারেরই অংশ।”
প্রফেসর ডা. জামিলা খাতুন বলেন,
“বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই রোগটি ধরা পড়ে দেরিতে। তাই প্রতি নারীর উচিত নিজেকে নিয়মিত পরীক্ষা করা এবং প্রাথমিক উপসর্গকে অবহেলা না করা।”
মো. রেজাউল হাসান লোদী কয়েস তাঁর বক্তব্যে বলেন,
“আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ সবসময় সমাজসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। আমাদের শিক্ষার্থীরা এ ধরনের সেমিনারের মাধ্যমে নিজেদের জ্ঞান সমৃদ্ধ করতে পারবে।”
অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে রোটারিয়ান ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মোঃ তোফায়েল আহমেদ, রোটারিয়ান মোঃ আব্দুর রশিদ, রোটারিয়ান এডভোকেট মোঃ সোহেল মিয়া, রোটারিয়ান সাঈদ গোলাম রহমান, রোটারিয়ান সালাহ উদ্দিন আজিজ, রোটারিয়ান পিপি মোঃ নাজমুল ইসলাম, রোটারিয়ান রতন দে, রোটারিয়ান আব্দুল জলিল মুল্লিক, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ সোহেল মাহমুদ চৌধুরী, রোটারিয়ান নিধু ভূষণ দাস, রোটারিয়ান ওলিউর রহমান, রোটারিয়ান এনাম আহমদ, রোটারিয়ান ফয়জুল হক রানা, রোটারিয়ান জালাল উদ্দীন, রোটারিয়ান মোহাম্মদ ঈসা তালুকদার, খলিলুর রহমান ফয়সল, রোটারিয়ান কয়েছ আহমেদ চৌধুরী, রোটারিয়ান আহমদ, রোটারিয়ান জাকির হোসাইন, আনওয়ার হোসেন এবং আমির উদ্দিন।
বক্তব্য পর্ব শেষে আয়োজকদের পক্ষ থেকে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক তথ্যবহুল লিফলেট ও সচেতনতামূলক সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোটারিয়ান সাঈদ গোলাম রহমান।
আয়োজনের সফলতা নিয়ে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং নারীস্বাস্থ্য রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
সভাপতি মোঃ ছয়ফুল আলম বলেন,
“আমরা বিশ্বাস করি—সচেতনতার মাধ্যমেই ক্যান্সার প্রতিরোধ সম্ভব। রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি সমাজের প্রতিটি স্তরে নারীস্বাস্থ্য বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ।”
দিনব্যাপী আয়োজিত এই সেমিনারে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও আলোচনায় স্পষ্ট হয়—সচেতন নারী মানেই সুস্থ পরিবার, আর সুস্থ পরিবার মানেই একটি অগ্রসর সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট