নোয়াখালীতে সেনবাগ দলিল লিখক সমিতির নির্বাচনে সভাপতি আবু নাছের, সম্পাদক হুমায়ুন কবির নির্বাচিত হয়।
শনিবার ( ২০ সেপ্টেম্বর ) নোয়াখালীর সেনবাগ উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচনে ব্যাপক উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে সভাপতি পদে আবু নাছের এবং সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির বিজয়ী হয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে সাব-রেজিস্ট্রি অফিস চত্বর ও আশপাশের এলাকায় ছিল উৎসবের আমেজ। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে অংশ নিয়ে শেষ পর্যন্ত অভূতপূর্ব জয় লাভ করেন আবু নাছের ও হুমায়ুন কবির।
নবনির্বাচিত সভাপতি আবু নাছের বলেন, “এ বিজয় শুধু আমার নয়, সমিতির প্রতিটি সদস্যের। আমরা ঐক্যবদ্ধ হয়ে দলিল লিখকদের মর্যাদা, অধিকার ও সেবার মান উন্নয়নে কাজ করবো।”
সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তার প্রতিক্রিয়ায় বলেন, “সহযোগিতা, স্বচ্ছতা ও উন্নয়নের ভিত্তিতে আমরা সমিতিকে এগিয়ে নিতে চাই। সবার সমর্থন এবং ভালোবাসাই আমাদের শক্তি।”
স্থানীয় আইনজীবী, দলিল লিখক এবং সাধারণ মানুষের প্রত্যাশা—নতুন নেতৃত্বের মাধ্যমে সেনবাগ দলিল লিখক সমিতি আরও শক্তিশালী ও আধুনিক রূপে গড়ে উঠবে।