1. muhammadesapress@gmail.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  2. live@grandnewsbd.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  3. info@www.grandnewsbd.com : গ্রান্ড টিভি :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক ফয়ছল আলম সংবর্ধিত দেশ ও মানুষের কল্যাণ সাধন হয় এমন সাংবাদিকতাই কাম্য: মিফতাহ সিদ্দিকী বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে কল্যাণমুখীরাষ্ট্র গঠনে কাজ করবে, খন্দকার আব্দুল মুক্তাদির দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র আদেশ স্থগিত ৭ নভেম্বর তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ কর্তৃক পাঠ্যসূচি মেধাবৃত্তি পরীক্ষা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির আমরা শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সিলেট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফ উদ্দিন রতনকে অভিনন্দন সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজ রক্ষায় যৌথবাহিনীর অভিযান বিএমজেএ সিলেটের সংবাদ সম্মেলনে অভিযোগ সিলেট খাদিমপাড়ায় জাল দলিল তৈরি করে জমি দখল হজরত শাহজালাল রহ. শিলালিপি ও রাজকীয় ফরমান সমীক্ষা। ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সিলেটে সেমিনার ও প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজ রক্ষায় যৌথবাহিনীর অভিযান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজ রক্ষায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে ৫০টি নৌকা যৌথবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলা-পুলিশ ও নির্বাহী কর্মকর্তাদের অংশগ্রহণে কোম্পানীগঞ্জ উপজেলার এসিল্যান্ড জনাব পলাশ তালুকদারের নেতৃত্বে সম্মিলিত যৌথবাহিনী ধলাই ব্রিজ রক্ষায় অভিযান চালিয়েছে। অভিযানকালে ব্রিজের নিচ থেকে বালু-পাথর উত্তোলন কাজে ব্যবহৃত মোট ৫০টি নৌকা যৌথবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারীরা জানালেন, ব্রিজের নিচে অব্যাহত বালু-পাথর উত্তোলন কাজের ফলে ব্রিজের পিলার ও মাঝখানের কিছু অংশ তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ব্রিজের মাঝখানের কয়েকটি বড় ফাঁকা অংশে যানবাহন চলাচল করছে—এতে করে সাধারণ জনসাধারণের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

জয়েন্ট অভিযানের নেতৃত্ব দেন এসিল্যান্ড পলাশ তালুকদার; তিনি জানান, “ব্রিজ রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। যেসব ব্যক্তি দিনের বেলা ব্রিজ বাঁচানোর পক্ষে অবস্থান নেয় আর রাতের অন্ধকারে নৌকায় এসে পাথর-বালু উত্তোলন করে—এ ধরনের সহায়তা আমাদের আর গ্রহণযোগ্য নয়।”

অভিযানে নিয়োজিত সূত্র বলছে, এখনও ব্রিজের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থানের প্রতিটি জায়গা সরেজমিনে মূল্যায়ন করে পরিচ্ছন্নতা ও মেরামতি সংক্রান্ত পরামর্শ প্রণয়ন করা হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জনসাধারণকে অনুরোধ করেছেন—ব্রিজ রক্ষার কাজে সহায়তা করুন; ব্রিজের নিচে নৌকা নিয়ে গিয়ে পাথর-বালু উত্তোলন করলে তা ব্রিজের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নষ্ট করবে এবং বড় ধরনের দুর্ঘটনার কারণ হবে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত অংশগুলোতে যান চলাচল চলছে; স্থানীয়দের মধ্যে সরেজমিন পরিদর্শনের জন্য অনুরোধ করা হয়েছে। কর্তৃপক্ষ তাদের দায়বদ্ধতা অনুযায়ী দ্রুত মেরামতি ও নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট