📍 সুবিদবাজার, সিলেট | ৫ মে ২০২৫
সিলেট নগরীতে নতুন আলো, নতুন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করল বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্ল্যাটফর্ম “গ্রান্ড টিভি”। রঙিন বেলুন ও ব্যানারে সজ্জিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। এ সময় বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক, ও সংস্কৃতিকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল হাসান কয়েস লোদী, যিনি শুধু “গ্রান্ড টিভি”-এর সম্পাদকমন্ডলীর সভাপতি নন, বরং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও জনপ্রিয় নাগরিক নেতা হিসেবেও পরিচিত। তিনি বলেন,
“সাংবাদিকতা শুধু পেশা নয়—এটা একটা দায়িত্ব। গ্রান্ড টিভি সেই দায়িত্বকে সাহসের সাথে বহন করবে।”
সম্পাদক মোহাম্মদ ঈসা তালুকদার তাঁর বক্তব্যে জানান, “এই চ্যানেলটি হবে জনতার কণ্ঠস্বর। আমরা কেবল খবর দেব না, আমরা সমাজ গড়ব, সত্যকে প্রতিষ্ঠিত করব।”
উপ-সম্পাদক আল-আমিন চৌধুরী বলেন, “তরুণ ও মেধাবী সাংবাদিকদের নিয়ে গঠিত আমাদের টিম নতুন ধারার গণমাধ্যমের পথপ্রদর্শক হবে।”