চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন,অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগনাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগনাল পাননি, সবাই এখনো রেড সিগনালে আছেন।
বুধবার (০১ অক্টোবর) বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মালিক বলেন, যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি ছিল কূটনৈতিক। গত পনেরো বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর আওয়ামী লীগকে চায় না।
এম এ মালিক আরও বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন, আর তিনি কবে ফিরবেন তা শিগগিরই জানানো হবে।
তিনি জানান, অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগনাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগনাল পাননি, সবাই এখনো রেড সিগনালে আছেন।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকায় অবতরণ করেন এম এ মালিক।
এসময় হাজারো জনতা ফুলেল শুভেচ্ছা জানাতে বিভিন্ন ব্যানার প্লাকার্ড ও স্লোগান দিয়ে বিমানবন্দরে জনাব এম এ মালিককে উষ্ণ অভ্যর্থনা জানায়।
বিমানবন্দরে উপস্থিত হয়েই জনাব এম এ মালিক সাংবাদিকদের বলেন তিনি আগামী ০১ অক্টোবর বুধবার সিলেটে যাবেন।
তিনি তার বক্তব্যে সিলেটবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন যে তিনি সিলেটে শহরে গিয়ে পূজার মন্ডপ পরিদর্শন করবেন।
তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বলেন, “তরুণ ভোটাররা তাদের ভোট দিবেন, এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।”
উল্লেখ্য, লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন এম এ মালিক। পরবর্তীতে গত ৩ আগস্ট তিনি বাংলাদেশ থেকে লন্ডন যান।