বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল’কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
রবিবার (২৪ আগস্ট) এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে ছাত্রদল নেতা মো. মনিরুজ্জামান আন্দোলন সংগ্রামে রাজপথে সাহসী ভুমিকা পালন করায় সাংগঠনিক দক্ষতার মূল্যয়ন হিসেবে দায়িত্বশীলগণ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল’কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানকে মনোনীত করছেন। আগামীতে ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদল নেতা মো. মনিরুজ্জামান ভুমিকা পালন করবেন বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।
উলেখ্য, গত ২০ আগস্ট সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত এক পত্রে ৪৬ সদস্য সিলেট ল’কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেন। এই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনোনীত হয়েছেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।