1. muhammadesapress@gmail.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  2. live@grandnewsbd.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  3. info@www.grandnewsbd.com : গ্রান্ড টিভি :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জ’ব্দ করা উচিত: মাসুদ কামাল এগিয়ে যাওয়া ছাড়া বাংলাদেশে আর কোনো বিকল্প নেই: খন্দকার মুক্তাদির আওয়ামীলীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেফতার সিলেটে শ্রমিক উইং এনসিপির সাথে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫” কেউ গ্রিন সিগন্যাল পাননি এখনো রেট সিগনালে আছেন: মালিক ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠিত প্রবাসী দুই সাংবাদিকের সাথে বিয়ানীবাজার প্রেসক্লাবের মতবিনিময়

বিয়ানীবাজারে কথিত মানববন্ধনের বিরুদ্ধে এপলুর প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার থানার পাড়িয়াবহর গ্রামে নিরীহ মানুষের সহায়-সম্পত্তি, রাস্তাঘাট বেদখল করে অপপ্রচার চালাচ্ছে কথিত মানববন্ধনকারীরা। এক প্রতিবাদ লিপিতে পাড়িয়াবহরের বাসিন্দা সাদিক হোসেন এপলু বলেন, কিছু সংখ্যক ভূমি খেকো, ভূমি সন্ত্রাসী সংঘটিত হয়ে তারা আমাদের টিলা, বাগান, ভূমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে, গাছপালা কেটে বন উজার করে উল্টো মানববন্ধন করেছে। বিগত ০৭/০৩/২০১৫ ইংরেজি তারিখে সন্ধ্যা সাড়ে ৭টার সময় আমার টিলা-বাগান ভূমিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে আগুনে পুড়ে আমার বাগানে প্রায় ২ লক্ষ টাকার গাছপালা পুড়ে যায়। এ বিষয়ে বিয়ানীবাজার থানার সাধারণ ডায়েরী নং- ৫৯৯, তাং- ১২/০৩/১৫ইং। সেজন্য তিনি সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ক্রমে সঠিক ন্যায় বিচার চাচ্ছেন।
সাদিক হোসেন এপলু বলেন, এ নিয়ে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। সময় মত সে সব প্রমাণ উপস্থাপন করা হবে। মানববন্ধনকারীরা তিনির বাব-দাদার জায়গা সম্পত্তির উপর দাঁড়িয়ে যে মানববন্ধন করেছে তাতে তাদের লজ্জা শরম থাকা এবং চিন্তা ভাবনা করা উচিত ছিল। আন্দোলনকারীরা তিনির উপর অন্যায়, অবিচার, জুলুম চালাচ্ছে। তেমনি মানববন্ধনকারীদের অন্যায়, জোর জবর দেখতে পেয়ে গ্রামের নিরীহ মানুষরা প্রতিবাদের সাহস হারিয়ে ফেলছেন। গ্রামের ৮০ ভাগ মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। আন্দোলনকারীরা কথিত মানববন্ধনে সনাতন ধর্মালম্বী লোকজনকে এনে ঢাল হিসেবে ব্যবহার করেছে। সনাতন ধর্মালম্বীদের সাথে এপলুর বাপ-দাদার কোন বিরোধ নেই। তবে সনাতন ধর্মালম্বীর গোপেস বিশ্বাস এপলুর টিলা থেকে বাঁশ ও লাকড়ি চুরি করে নিয়েছিলেন। সেটি গ্রাম্য সালিশ বিচারে সমাধান হয়েছে। অসৎ আন্দোলনকারীরা গায়েবী ক্ষমতার জোর এবং অসৎ টাকার জোর দেখাচ্ছে। তাদের আন্দোলনে দু’গোষ্ঠির লোকজন উপস্থিত থাকলেও গ্রামের অন্যরা সেখানে যায়নি। আন্দোলনকারীরা গ্রামে বিচারহীনতার সংস্কৃতি গড়ে তোলে মানবাধিকারের চরম লংঘন দেখাচ্ছে। যা শত বছরের শান্তির ইতিহাসকে প্রতিনিয়ত অশান্তি সৃষ্টি করে অসৎ ফায়দা লুটে নিচ্ছে। এতে কোথাও কোন ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। আন্দোলনকারীর কাইয়ুম গং পুর্তুগালে বসে ফেসবুকে এবং তার আপন চাচাতো ভাই জামিল ফেসবুকে এপুলকে বার বার প্রাণ নাশের হুমকী দিচ্ছে। এই গং একের পর এক মিথ্যা তথ্য দিয়ে গ্রামবাসী সহ দেশবাসীকে বিভ্রান্ত করছে।
এপলু প্রতিবাদ লিপিতে বলেন, তাকে কখনো চাঁদাবাজ, ভূমিখেকো, ভূয়া আইনজীবী বানিয়ে মব জাস্টিস করার জন্য আন্দোলনকারীরা ষড়যন্ত্র করছে। কথিত মানববন্ধনে আন্দোলনকারীরা ভূয়া তথ্য দেয়ায় এতে ধরা খাওয়ায় একেক সময় একেক মিথ্যা অপপ্রচারের ছড়াছড়ি শুরু করে দিয়েছে। যতবার তারা মিথ্যার বয়ান শোনাচ্ছে, ততবার তারা ধরা খেয়েছে। মানববন্ধনকারীর অন্যতম ছইফ, কাইয়ুম, মাসুম, জামিল গং প্রকৃত ভূমিদস্যু হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে। মাসুম গংদের বিরুদ্ধে সাদিক হোসেন এপলু বিয়ানীবাজার থানায় গাছ কাটার বিষয়ে সাধারণ ডায়েরী করেন। জিডি নং- ১৩০৮, তাং- ৩১/০৫/২০২০ ইংরেজি। এ বিষয়টি ১১নং লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌছ উদ্দিন এর নেতৃত্বে স্থানীয় মুরব্বিদের উপস্থিতে আপোষ মীমাংসা হয়।
তারা মিথ্যার উপর ভর করে গায়ের জোরে নীরিহ মানুষের জায়গা-জমি একের পর এক অবৈধ দখলে নিয়ে উল্টো প্রতিবাদীদের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছে।
যে রাস্তা নিয়ে বিরোধ রয়েছে। সেই রাস্তার মালিক ও স্বত্ববান হচ্ছেন এপলুর বাপ-দাদা। সেজন্য তাদের কাছে সনাতন ধর্মালম্বীর বিশিষ্ট জমিদার ভৈরব চন্দ্র দাশের কাছ থেকে বিনিময় করা সম্পত্তির রেজিস্ট্রার দলিল ও পর্চা প্রমাণ রয়েছে। কাইয়ুম পুর্তুগালে বসে ফেসবুকে লিখে একটা, তার এই লেখায় ধরা খেয়ে ডিলিট করে লিখে আরেকটা। আন্দোলনকারীদের মিথ্যাবাজি এখনো শেষ হয়নি। আন্দোলনকারীরা আমাদের আসল জায়গা সম্পত্তির তথ্য গোপন রেখে বিকৃত তথ্য প্রচার করেছে। যাহা আইনত দণ্ডনীয় অপরাধ বটে।
কাইয়ুম প্রবাস থেকে দেশে আসার পর গত ৩১/০৩/২০২৫ সকাল ১০টার সময় এপলুর চাচার বাড়িতে বসে বলেছেন, এপলু চাঁদা দাবী করেনি। এছাড়া কাইয়ুম বিয়ানীবাজার পৌর শহরে গত ০৩/০৪/২০২৫ইং বিকাল ৪টা ৩ মিনিটের সময় সত্তার মার্কেটের সামনে বলেছেন এই রাস্তা নিয়ে তিনি বিরোধ সৃষ্টি করেননি। বিরোধ সৃষ্টি করেছেন কাইয়ুমের আপন চাচাতো ভাই ছইফ গং। উভয় বক্তব্যের ভিডিও রেকর্ড রয়েছে।
উল্লেখ্য যে, সাদিক হোসেন এপলু গ্রামের সহজ-সরল মানুষ। তার জায়গা সম্পত্তি দেখা শোনা করার কারণে গ্রামের পরধন লোভী মানুষ টাকা ও গায়ের জোরে তার পারিবারিক রাস্তায় ইচ্ছাকৃত ভাবে বিরোধ সৃষ্টি করে তিলকে তাল বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রকৃত পক্ষে রাস্তার বিরোধ ছাড়া কারো সাথে কোন প্রকার দ্ব›দ্ধ নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট