1. muhammadesapress@gmail.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  2. live@grandnewsbd.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  3. info@www.grandnewsbd.com : গ্রান্ড টিভি :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা ওলিউর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ডেবিলদের পুনর্বাসনের অভিযোগ বাংলাদেশি পাসপোর্টধারীদের সুখবর, ভিসা ছাড়াই যেতে পারবেন যে ৩৯ টি দেশে কোম্পানীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক তোতিউর রহমান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করেছেন “ভলান্টিয়ার ফর সেনবাগ” কাদরা টু গোরকাটায় বৃক্ষরোপন অনুষ্ঠিত বিয়ানীবাজারে কথিত মানববন্ধনের বিরুদ্ধে এপলুর প্রতিবাদ বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম,র ছেলের বিয়ে সম্পন্ন ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনায় সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির নতুন সদস্য অভিষেক অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট বিভাগের আংশিক আসনের ইসলামী ঐকজোটের প্রার্থীদের নাম ঘোষণা।

বিয়ানীবাজার জলঢুপ পাড়িয়াবহর জাল জালিয়াতি চক্রের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর গ্রামে গত ২৬ জুলাই এলাকাবাসীর উদ্যোগে ভুমিখেকো জাল জালিয়াতির চক্রের মুলহুতা আওয়ামী লীগের দোসর চাঁদাবাজ, মামলাবাজ নজরুল ইসলাম সিপার ও ভুয়া আইনজীবী পরিচয়কারী আওয়ামী লীগের দোসর চাঁদাজা, মামলাবাজ ভুমিখেকো জাল জালিয়াতি চক্রের সক্রিয় সদস্যদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি জয়াদ আলী সভাপতিত্বে এবং সাদিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ বিশ্বাস, উপস্থিত ছিলেন এবাদুর রহমান খান, মাসুক আহমদ খান,সুলেমান আহমদ খান, এখলাছুর রহমান খান, নিতাই, আতাউর রহমান, শ্রীকান্ত নব সূত্র, নির্মল নমঃ সূত্র, বিধু বিশ্বাস, লিটন বিশ্বাস, সুমন বিশ্বাস, সজল বিশ্বাস, করমিজ খান, নুনু মিয়া, মিন্টু দাস, সাধু বিশ্বাস, রঞ্জন বিশ্বাস,নন্দ বিশ্বাস, জয়নাল আবেদীন, ফরিদ উদ্দিন, মাহিন উদ্দিন, ফখরুল ইসলাম, রেদওয়ান হোসেন, জামিল আহমদসহ ৪০/৪৫ জন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক পাড়িয়া বহর গ্রামের বাসিন্দা রফিক আহমেদের পুত্র নজরুল ইসলাম সিপার এলাকাদিক মৌজার প্রায় তিনশত বিঘা ভুমির জাল জালিয়াতির কাগজাদি সৃষ্টি করে তার জাল জালিয়াতি তৈরি, কাগজাদির মধ্য রয়েছে একাধিক সেইল সাটিফিকেট ও ভিপি রিলিজ, ইপি রিলিজ, নামজারী, বিনিময় দলিল, বিনারেজিস্টারী দলিল, মৌলিক দান, এইসব ভুয়া কাগজাদি দ্বারা মালিকানা দাবি করিয়া নিম্ন আদালত থেকে মহামান্য সুপ্রিম কোর্ট শরণাপন্ন হয়ে স্বত্ব স্বার্থ কাগজাদি প্রমাণ করিতে ব্যর্থ হয়ে, রফিক আহমদ ও নজরুল ইসলাম সিপার একাদিক স্বত্ব মোকদ্দমা পিতা পুত্র বাদি-বিবাদি হয়ে সোলেনামা মুলে প্রকৃত ভুমির মালিক গণের অজান্তে রায় ডিগ্রী হাসি করে এবং ল্যান্ড সার্ভের ট্রাইব্যুনাল আদালত থেকে যোগাযোগ মুলে একাধিক মামলার রায় গ্রহণ করে। পরবর্তী ভুমির মুল মালিকগণ একাধিক মামলা করলে বিজ্ঞ আদালত রায় ডিগ্রী বাতিলসহ ২০ হাজার টাকা জরিমা করে নজরুল ইসলাম সিপার ও তার পিতা রফিক আহমদের বিরুদ্ধে রায় প্রদান করেন। বক্তারা আরো বলেন, এখনো ভুমিখেকো জাল জালিয়াতি চক্র নজরুল ইসলাম সিপার ও রফিক আহমদের বিরুদ্ধে স্বত্ব মোকদ্দমা নং ১৯৯/২০২২ইং, স্বত্ব মোকদ্দমা নং ১৬/২০২৩ইং সরকারি ল্যান্ড সার্ভে আপীল নং ২০/২০২৩ইং বিচারাধীন রয়েছে। নজরুল ইসলাম সিপার আওয়ামী লীগের দোসর সাবেক স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে সিলেট শহরস্থলে বিস্ফোরক আঘাত আনে। নজরুল ইসলাম সিপারের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। জি আর নং-৩৮৯,২০২৪ইং। এ মামলার এজাহারভুক্ত ৪৩নং আসামি নজরুল ইসলাম সিপার, সিলেট র‌্যাব-০৯ নজরুল ইসলাম সিপারকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করলে থানা কর্তৃপক্ষ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। কৌশলে অল্পদিনের জামিনে মুক্তি পেতে নজরুল ইসলাম সিপার আত্মগোপনে আছে। তার অবর্তমানে তার মামাত ভাই সাদেক হোসেন এপলো ভুয়া আইনজীবী পরিচয়কারী জাল জালিয়াতির চক্রের সক্রিয় সদস্য চাঁদাবাজ, মামলাবাজ নজরুল ইসলাম সিপার নিয়ন্ত্রণে সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পাড়িয়াবহর গ্রামের প্রায় অর্ধশতাধিক পরিবার ও মসজিদের চলাচলের রাস্তা সরকারি বরাদ্দ আসলে রাস্তার কাজ চলাকালীন কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে প্রবাসী আব্দুল কাইয়ুম দেশে আসার পর পরিবারের ও এলাকাবাসীর স্বার্থে তাদের মৌরসী ভুমির উপর রক্ষীত রাস্তা বড় করার প্রস্তুুতি নিলে ভুয়া আইনজীবী সাদেক হোসেন এপলো এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে কাজ বন্ধ করার হুমকি দেয়। স্থানীয় লোকজনকে সাথে নিয়ে চাঁদা না দিয়ে রাস্তাবড় করেন প্রবাসী আব্দুল কাইয়ুম। পরর্বতীতে একের পর এক মামলা দিয়ে আব্দুল কাইয়ুম এবং তার চাচতো ভাই এলাকাবাসীকে প্রতিনিয়ত হয়রানি করিয়া আসিতেছে সাদিক হোসেন এপলো। এলাকাবাসী নজরুল ইসলাম সিপার ও সাদেক হোসেন এপলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জনান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট