শোক বার্তায় অভিনেতা ও যুব সংগঠনক মোঃ কামাল বলেন, এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। জীবনের শুরুতেই যেন কোনো শিশুকে এমন ভয়াবহতার মুখোমুখি না হতে হয়। ছোট ছোট শিশুদের আগুনে দগ্ধ শরীর দেখছি। একজন অভিনয়শিল্পী হিসেবে এই দৃশ্য সহ্য করা কঠিন।
শোকবার্তায় মোঃ কামাল আল্লাহর দরবারে দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য দিন, আহতদের সুস্থ করে দিন এবং নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।