কুরবানী ———- এ বি এম হাসান চৌধুরী (রুহেল)
স্টাফ রিপোর্টার
-
প্রকাশিত:
সোমবার, ৯ জুন, ২০২৫
-
৩৫
বার পড়া হয়েছে
- আল্লাহর রহমত পাইতে মহব্বত
সময় এসেছে করিতে কুরবান
যাদের সামর্থ্য আছেরে বান্দা
হয়ে যাও আগুয়ান।
সওয়াবের তরে প্রিয় পশুটিরে
দান কর তুমি আল্লাহরে
কুরবানী করে ন্যায্য হিসা
বিলিয়ে দাও দুস্থ গরীবেরে।
সারাটি বছর গরু,ছাগল
খাইতে পারেনি যারা
তোমার দেওয়া একটু গুস্তে
চলিবে তাদের দু’বেলা।
গরীব মায়ের অবুঝ শিশু
পেট পুরে খাবে
তাহার তৃপ্ত চোখের চাহনিতে
হৃদয় প্রশান্ত হবে।
বছর জোড়ে হয়তো অনেকের
জুটিবেনা আর মাংসের সাধ
হাজারের উপর হয়েছে কেজি
কেমনে রাখিবে তাহাতে হাত।
কুরবানীর হক যাদের উপর
সকলে যদি হই মেহেরবান
গরীব দুঃখী মাংস পাবে
সার্থক হবে কুরবান।।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন