৪নং ওয়ার্ড বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট, তরঙ্গ ১/৯ মজুমদারী, খান বাড়ি নিবাসী আব্দুজ জহুর খান মাসুক মিয়া আজ রবিবার (৮ জুন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ বহু রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ বাদ মাগরিব মজুমদারী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এক শোকবার্তায় কয়েস লোদী বলেন, মরহুম মাসুক মিয়া ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সংগ্রামী রাজনীতিবিদ। তিনি জাতীয়তাবাদী ঘরানার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার মত নিবেদিতপ্রাণ নেতার শূন্যতা সহজে পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ ও কর্মীবান্ধব রাজনীতিককে হারালাম। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।