1. muhammadesapress@gmail.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  2. live@grandnewsbd.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  3. info@www.grandnewsbd.com : গ্রান্ড টিভি :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জ’ব্দ করা উচিত: মাসুদ কামাল এগিয়ে যাওয়া ছাড়া বাংলাদেশে আর কোনো বিকল্প নেই: খন্দকার মুক্তাদির আওয়ামীলীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেফতার সিলেটে শ্রমিক উইং এনসিপির সাথে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫” কেউ গ্রিন সিগন্যাল পাননি এখনো রেট সিগনালে আছেন: মালিক ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠিত প্রবাসী দুই সাংবাদিকের সাথে বিয়ানীবাজার প্রেসক্লাবের মতবিনিময়

বেকারত্ব দূরীকরণ ও দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসার কোন বিকল্প নেই -আব্দুর রহমান রিপন

রেজওয়ান আহমদ, সিলেট সদর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
  1. বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, বেকারত্ব দূরীকরণ ও দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসার কোন বিকল্প নেই। দেশের অর্তনীতির মূল চালিকা শক্তিই হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসার সাফল্য একটি দেশের প্রবৃদ্ধি, সামগ্রিক টেকসই উন্নয়নে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।
    তিনি বলেন, নতুন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে নিজে যেমন স্বাবলম্বী হতে পারে, তেমনি অন্যদেরকেও চাকুরীর সুযোগ দেওয়ার মাধ্যমে তাদেরকেও স্বাবলম্বী করা যায়। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে উন্নতি করা সম্ভব। ক্রেতাদের সাথে সুন্দর ও ভাল আচরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তবেই সফল হওয়া সম্ভব। জনগণ যাতে ব্যবসার মাধ্যমে সত্যিকারের সেবা পায় সেই ব্যাপারে সচেতন হতে হবে। পাশাপাশি ক্রেতারা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয়, সে ব্যাপারেও সজাগ থাকতে হবে।
    তিনি আর বলেন, আদিয়াত ষ্টোর এর পরিচালক তরুণ ব্যবসায়ী মো. আব্দুল্লাহ ইতি মধ্যেই কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। তার মাধ্যমে বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এতে করে যেমন বেকারত্ব দূর হচ্ছে, তেমনি দেশের রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান হলে ঐ ব্যবসা প্রতিষ্ঠানে অনেকেই চাকুরীর সুযোগ পান। চাকুরীর মাধ্যমে পরিবার-পরিজনের জন্যেও সে অবদান রাখতে পারে।
    বুধবার (৭ মে) দুপুরে নগরীর বন্দরবাজারস্থ হকার্স মার্কেটের মল্লিক ম্যানশনে নতুন ব্যবসা প্রতিষ্ঠান আদিয়াত ষ্টোর এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান আতিক।
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাদ মিয়া, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক সভাপতি কবির মিয়া, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, ব্রহ্মময়ী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ মঞ্জু মিয়া, আদিয়াত ষ্টোর এর পরিচালক মো. আব্দুল্লাহ, এডভোকেট করিম আকবরী, বেলাল আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
    আদিয়াত ষ্টোর এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বন্দবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট