1. muhammadesapress@gmail.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  2. live@grandnewsbd.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  3. info@www.grandnewsbd.com : গ্রান্ড টিভি :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক ফয়ছল আলম সংবর্ধিত দেশ ও মানুষের কল্যাণ সাধন হয় এমন সাংবাদিকতাই কাম্য: মিফতাহ সিদ্দিকী বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে কল্যাণমুখীরাষ্ট্র গঠনে কাজ করবে, খন্দকার আব্দুল মুক্তাদির দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র আদেশ স্থগিত ৭ নভেম্বর তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ কর্তৃক পাঠ্যসূচি মেধাবৃত্তি পরীক্ষা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির আমরা শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সিলেট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফ উদ্দিন রতনকে অভিনন্দন সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজ রক্ষায় যৌথবাহিনীর অভিযান বিএমজেএ সিলেটের সংবাদ সম্মেলনে অভিযোগ সিলেট খাদিমপাড়ায় জাল দলিল তৈরি করে জমি দখল হজরত শাহজালাল রহ. শিলালিপি ও রাজকীয় ফরমান সমীক্ষা। ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সিলেটে সেমিনার ও প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত

ইতিহাসের নিরিখে বাংলার আধ্যাত্মিক প্রাণ পুরুষ, সিলেট বিজয়ী দরবেশ হযরত শাহ জালাল (রহ.) প্রকৃত পরিচয় উন্মোচন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশসহ উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে যাঁরা অমর হয়ে রয়েছেন, হজরত শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি তাদের মধ্যে অন্যতম প্রধান। কিন্তু এই মহান অলি আল্লাহর পরিচয় নিয়ে দেশে ও বিদেশে এক ধূম্রজাল বিরাজমান রয়েছে । কেউ বলেন তিনি তাবরিজি, কেউ বলেন ইয়ামিনী, আবার কেউ বলছেন কুনিয়াবি। হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি এর বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও গুরুত্ব বিবেচনায় এই ধূম্রজালকে দূর করে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে তাঁর পরিচয় উদ্ঘাটন আমার একান্ত জরুরী মনে হয়েছে ।

এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এ বিষয়ে আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে মুহাম্মদ ইবনে বতুতা রহ. এর বক্তব্য। কারণ তিনি সরাসরি দরবেশ শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি এর সাথে সাক্ষাত করেন এবং তাঁর আতিথেয়তায় হযরতের সান্নিধ্যে ০৩ (তিন) দিন অবস্থান করেন। হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহির সাথে ইবনে বতুতার সাক্ষাৎকালীন সময়ে আরও বেশ কিছু ঘটনা সংঘটিত হয়েছিল, যা আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা শুধু হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি এর পরিচয় নিয়ে ইবনে বতুতার বর্ণনা আলোচনা করছি।

তিনি তার বিখ্যাত কিতাব রিহলায় উল্লেখ করেন যে, কামরূপ অঞ্চলে তার গমনের মূল উদ্দেশ্য ছিল তাবরিজের মহান শায়খ জালালউদ্দিনের সাথে সাক্ষাৎ করা। তিনি তার বর্ণনায় আরো উল্লেখ করেন, শায়খ তাকে বলেছেন বাগদাদের খলিফা মুস্তাসিম বিল্লাহ আল-আব্বাসিকে তিনি দেখেছিলেন এবং তার হত্যার সময়ও তিনি সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে শায়খের এক সহচর তাকে জানিয়েছিলেন যে, শায়খ ১৫০ বছর বয়সে ইন্তেকাল করেন। শায়খের আকৃতি বর্ণনায় তিনি রিহালায় উল্লেখ করেন, শায়খ হালকা-পাতলা লম্বাকৃতির ছিলেন এবং অধিক বয়সের কারণে তাঁর শরীরের চামড়া ধূসর বর্ণ ধারণ করে ছিল।

মিনহাজ-ই-সিরাজের “তবাকাত আল-নাসিরি” গ্রন্থে উল্লেখ আছে যে, যখন শেখ আলাউল হক সিমনানী বাগদাদে বুজুর্গ শেখ নুরুল হকের কাছে দীক্ষা গ্রহণ করছিলেন, তখন ৬৮৮ হিজরি (১২৮৯ খ্রিস্টাব্দ) তিনি সেখানে সুলতান জালালউদ্দিন খোয়ারাজম শাহের সাথে সাক্ষাৎ লাভ করেন। ইবনে বতুতার বর্ণনা অনুযায়ী, খলিফা মুস্তাসিম বিল্লাহ আল-আব্বাসির হত্যার সময়, অর্থাৎ ১২৫৮ খ্রিস্টাব্দ সালে সেই শায়খ বাগদাদে উপস্থিত ছিলেন।

সুলতান জালালউদ্দিন খোয়ারাজম শাহের জীবনী লেখক শিহাবউদ্দিন আন নাসিবি সিরাতে সুলতান জালালুদ্দিন গ্রন্থে উল্লেখ করেন যে, সুলতান চেঙ্গিস খানের বাহিনীর সাথে অল্প সৈন্য নিয়ে যুদ্ধ করতে করতে সূর্য ডুবার সময় পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন এবং আবছা অন্ধকারে তার রাজকীয় পোশাক খুলে সিলাহদারকে প্রদান করে দরবেশের তাকিয়া ও টুপি পরিধান করে ঘোড়ায় চড়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন, যা তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন।

তাঁর জীবনী লেখক আন-নাসাবি আরও উল্লেখ করেছেন, সুলতান জালালউদ্দিন খোয়ারাজম শাহের নাকে জন্ম চিহ্ন ছিল,যা তাঁকে সহজেই পরিচয় করিয়ে দিত এবং তা দেখেই শেখ আলাউল হক সিমনানি তাকে বাগদাদে চিনতে পেরেছিলেন। সুহেল ই ইয়েমিনীর জীবনীকার সিলেটের মুন্সেফ নাসিরউদ্দিন হায়দার তাঁর বইয়ে লিখেছেন যে, শায়খ জালাল (রহ.) সর্বদা রুমাল দিয়ে তাঁর মুখ ঢেকে রাখতেন, অর্থাৎ চেহারায় নেকাব পড়তেন। আসলে, তিনি আত্মগোপনে চলে যাওয়ার পর কেউ যেন তাঁকে চিনতে না পারে, বিশেষ করে তাঁর নাকের জন্মচিহ্ন দেখে শত্রু পক্ষ তাকে চিনে ফেলতে পারে, তাই তিনি রুমাল দিয়ে মুখ ঢেকে রাখতেন। ক্রস চেকিং অনুযায়ী:

১২৩১ খ্রিস্টাব্দ [1231 CE]-এ ৩৫/৩৬ বছর বয়সে সুলতানের ক্ষমতা ছেড়ে আত্মগোপনে যাওয়া।

১২৫৮ খ্রিস্টাব্দ [1258 CE]-এ বাগদাদে মুস্তাসিম বিল্লাহ আব্বাসী হত্যার সময় সেখানে অবস্থান

৬৮৮ হিজরি [1289 CE]-এ শেখ আলাউদ্দিন সিমনানী কর্তৃক বাগদাদে তার সন্ধান লাভ

৭০৩ হিজরি [1303/1304 CE]-এ সিলেট বিজয়

১৩৪৬ খ্রিস্টাব্দ [1346 CE]-এ তার ওফাত লাভ, যা ইবনে বতুতার রিহলাতে উল্লেখিত তাঁর ১৫০ বছর বয়সকে পূর্ণ সমর্থন করে।

আবার ১৩০৩/১৩০৪ খ্রিস্টাব্দে সিলেটে ইসলাম বিজয়ের পর ১৩৪৪ ইংরেজি সালে সুলতান আলাউদ্দিন আলী মুবারক শাহ কর্তৃক পান্ডুয়ার দেওতলাতে মসজিদ নির্মাণের সময় তার নামে প্রথম ব্যবহৃত শিলালিপিতে নাম শেখ জালালুদ্দিন মুহাম্মদ তাবরিজী লিখা আন-নাসিবি’র জীবনী গ্রন্থে উল্লেখিত তাঁর চিঠি পত্রের নমুনায় সুলতান জালালুদ্দিন মুহাম্মদ খোয়ারাজম শাহকে পূর্ণ সমর্থন করে। তবে পরবর্তীতে খোয়ারিজম শাহের পরিবর্তে তাবরিজি লিখার মর্ম হচ্ছে তাঁর শাসন কালের ২য় দফায় তিনি তাবরিজকে রাজধানী করে রাস্ট্র পরিচালনার কারণে হতে পারে, যা নাসাবি তাঁর জীবনী গ্রন্থে উল্লেখ করেছেন।ইয়েমেনের লোকজনের নামের ফরমেট পর্যালোচনা করলে দেখা যায়, জালালুদ্দিন, শাহ জালাল এ জাতীয় নাম ইয়েমেন বা আরব অঞ্চলে প্রচলিত নয়। আর শাহ উপাধিও ইয়েমেনে নয়, বরং পারস্য ও আমাদের উপমহাদেশেই ব্যবহৃত হয়ে থাকে । উপরুল্লিখিত এই পর্যালোচনায় আমরা বলতে পারি যে, খোয়ারেজমের সুলতান জালালুদ্দিনই আমাদের সিলেট বিজয়ী বাংলার প্রাণপুরুষ, আধ্যাত্মিক গুরু হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি।
সূত্র- রিহলা- ইবনে বতুতা পৃ-৪৫৯, তাবাকাতে নাসিরি -মিনহাজ ই সিরাজ পৃ-২৯৯ ( ভলি:২)
বা-খিদমতে, এ এফ এম শহীদুল ইসলাম সেলিম
বন্ধন ডি /১০, দারুসসালাম মাদ্রাসা রোড, খাসদবির, আম্বরাখানা, সিলেট। মোবা: ০১৭২৯-৭৪৪২৩৩।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট