বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, লুটপাটসহ মোট ১৭ মামলায় গ্রেপ্তার হলেন আব্দুল ওয়াদুদ আলফু চেয়ারম্যান।
শনিবার ৪ অক্টোবর বিকাল ৫টায় উপজেলার থানা সদর অফিস থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো. রতন শেখ।কাজী আব্দুল ওয়াদুদ আলফু কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিনি কোম্পানিগন্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ওসি রতন শেখ পিপিএম জানান মূলত আলফু চেয়ারম্যানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, পাথর ও বালু লুটপাটসহ মোট ১৭ টি মামলার কথা জানিয়েছেন।