শ্রমিক উইং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাথে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও শ্রমিক উইং এনসিপির জেলা শাখার যুগ্ম সম্পাদক লোকমান আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক উইং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক শিব্বির আহমদ, মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুস সোবহান, এনসিপি জেলা সদস্য নাদিম মাহমুদ, মঈন উদ্দিন, শ্রমিক নেতা শাহজাহান সিরাজ, জবলু মিয়া, শহীদ বকস, কবির আহমদ, সাইদুল ইসলাম, আব্দুল আজিজ, কয়েস আহমদ রাজু, আব্দুল জব্বার, আজমল হোসেন, রিয়াজুল ইসলাম, জুয়েল আহমদ, শামীম আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মতবিনিময় সভায় অসংখ্য মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমজীবী শ্রমিকদের অবদান রয়েছে। তাদেরকে বঞ্চিত রেখে কখনো উন্নয়ন সম্ভব নয়। জুলাই-গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে অনেকেই প্রাণ দিয়েছেন এবং এখনও অসুস্থ্য রয়েছেন অনেক শ্রমিকরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য অন্যান্য জেলায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল করলেও সিলেটে তা চলতে দেওয়া হচ্ছে না। গরীব, অসহায়, দিনমজুর শ্রমিকদের পরিবার-পরিজনদের কথা বিবেচনা করে রোড পারমিট প্রদান করা সময়ের দাবি। বক্তারা রিক্সা বন্ধ রেখে শ্রমিকদের আর কষ্ট না দিয়ে আলোচনার মাধ্যমে ভিআইপি রোড বাদ দিয়ে অন্যান্য রোডে রিক্সা চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য সিলেটে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার এর প্রতি আহŸান জানান সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি