1. muhammadesapress@gmail.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  2. live@grandnewsbd.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  3. info@www.grandnewsbd.com : গ্রান্ড টিভি :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক ফয়ছল আলম সংবর্ধিত দেশ ও মানুষের কল্যাণ সাধন হয় এমন সাংবাদিকতাই কাম্য: মিফতাহ সিদ্দিকী বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে কল্যাণমুখীরাষ্ট্র গঠনে কাজ করবে, খন্দকার আব্দুল মুক্তাদির দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র আদেশ স্থগিত ৭ নভেম্বর তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ কর্তৃক পাঠ্যসূচি মেধাবৃত্তি পরীক্ষা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির আমরা শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সিলেট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফ উদ্দিন রতনকে অভিনন্দন সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজ রক্ষায় যৌথবাহিনীর অভিযান বিএমজেএ সিলেটের সংবাদ সম্মেলনে অভিযোগ সিলেট খাদিমপাড়ায় জাল দলিল তৈরি করে জমি দখল হজরত শাহজালাল রহ. শিলালিপি ও রাজকীয় ফরমান সমীক্ষা। ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সিলেটে সেমিনার ও প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত

সিলেটে রোটারি ক্লাব অব গার্ডেন সিটি ও মিডটাউন-এর যৌথ সভা

সোহেল আহমদ গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি এবং রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন-এর উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর আরবি কমপ্লেক্সের গ্রান্ড বাফেট রেস্টুরেন্ট অ্যান্ড বেনকুয়েটিং হলে এক জমকালো যৌথ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সভার সূচনা হয়। এরপর দুই ক্লাবের সম্মানিত প্রেসিডেন্টগণ যৌথভাবে সভার সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর পিডিজি আতাউর রহমান পীর (PHF, MC)। তিনি তার বক্তব্যে বলেন, মানবকল্যাণে কাজ করা রোটারির মূল দর্শন। প্রত্যেক সদস্য যদি নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করেন তবে সমাজে বাস্তব পরিবর্তন সম্ভব। তরুণ প্রজন্মকে রোটারির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি সকল রোটারিয়ানকে আরও সংগঠিতভাবে কাজ করার পরামর্শ দেন।
সভায় বক্তারা বলেন, রোটারি ক্লাবের প্রতিটি কাজ মানবতার কল্যাণে। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রোটারিয়ানদের প্রধান দায়িত্ব। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার ক্ষেত্রে রোটারি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা উপস্থিত সদস্যদের মানবসেবায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এ সময় রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি এবং রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন—দুই ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্স ২০২৫-২৬ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সিলেট গার্ডেন সিটি ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্সে রয়েছেন মোঃ সাইফুল আলম, পিপি মোঃ তুফাইল আহমেদ, মোঃ আব্দুর রশিদ, অ্যাডভোকেট মোঃ সোহেল মিয়া, সাঈদ গোলাম রহমান, সালাহ উদ্দিন আজিজ, পিপি মোঃ নাজমুল ইসলাম, রঞ্জিত কুমার রায়, রতন দে, আব্দুল জলিল মুল্লিক, ইঞ্জিনিয়ার মোঃ সোহেল মাহমুদ চৌধুরী, নিধু ভূষণ দাস, ওলিউর রহমান, এনাম আহমদ, ফয়জুল হক রানা, আনোয়ার হোসেন, জালাল উদ্দীন, মোহাম্মদ ঈসা তালুকদার, খলিলুর রহমান, নুরুল ইসলাম, লিয়াকত আলী, কয়েছ আহমেদ চৌধুরী ও খিজির আহমদ।

অন্যদিকে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন-এর বোর্ড অব ডিরেক্টর্সে রয়েছেন প্রেসিডেন্ট রোটারিয়ান শেলিনা আক্তার চৌধুরী (PHF), সেক্রেটারি মিয়া মো. রুস্তম, পিপি প্রফেসর মো. সাখাওয়াত হোসেন (PHF), পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন, পিপি শাহ জামাল আহমদ (PHF), পিপি মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী (PHF, MC), পিপি প্রফেসর মোহাম্মদ জাকির আলী (RFSM), পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল হাফিজ (PHF), মো. আবুল কালাম, মো. ফারুক আহমেদ (RFSM), মো. আমিনুল ইসলাম, মাহবুব আলম লস্কর, রঞ্জিত দেবনাথ, ফজল আহমেদ সাগর, আয়েশা মনি, জামিল মিয়া, ফাতেমা বেগম ও আনোয়ার হোসেন।
সভা শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যৌথ উদ্যোগে আরও কার্যকর কর্মসূচি হাতে নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে দুই ক্লাবের সদস্যরা মতবিনিময় করেন এবং মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সিলেট অঞ্চলে রোটারি ক্লাবসমূহ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজ উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে অবদান রেখে আসছে। এবারের যৌথ সভা সেই অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। বক্তাদের বক্তব্য ও সদস্যদের প্রতিশ্রুতি ইঙ্গিত দিয়েছে—আগামী দিনে সমাজসেবায় রোটারিয়ানদের অবদান আরও বিস্তৃত ও কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট