বিশ্বনাথের লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপ’র উদ্যোগে এসএসসি উত্তীর্ণ পল্লি মঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের ২০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিশী কান্ত দাস, সহকারী শিক্ষক সুহেল মিয়া,
ম্যানেজিং কমিটির সদস্য সিদ্দিকুর রহমান মানিক, চ্যারিটি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চ্যারিটি সদস্য তারেকুল ইসলাম, এখলাছ মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থী ফাইজা তাবাস্সুম মনিকা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী ইকরামুল ইসলাম।
অনুষ্ঠানে এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দিলোয়ার হোসেন, মো. আতাউর রহমান, নাসরিন খাতুন, নাজিমুল ইসলাম, জাহেদুল আলম, মো. সোরাব হোসেন, নজরুল ইসলাম প্রামানিক, অফিস সহকারী হাবিব উল্লাহ, চ্যারিটি গ্রুপের সদস্য শাহাব উদ্দিন মিজান, রুবেল মিয়া, মাহবুব হাসান শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।