কোম্পানীগঞ্জের ধলাই নদীর উপর নির্মিত দীর্ঘতম ধলাই সেতু রক্ষায় একযোগে কাজ করছেন এলাকাবাসী। সেতু রক্ষায় এলাকাবাসী মানববন্ধন প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করছেন।শ
শনিবার (২৬ জুলাই) বিকাল ৪ টায় এলাকাবাসীর ব্যানারে ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে শনিবার সেতুর পূর্ব পাড়ে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন ধলাইর পূর্ব পাড়ের প্রায় অর্ধলক্ষ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই ধলাই সেতু। কিছু দুষ্কৃতকারী সেতুর পিলারের গোড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। সরকার বালু মহাল লিজ দিয়েছে। সেতুর ৫’শ গজ দূর থেকে বালু উত্তোলনের কথা থাকলেও তা মানছেন না বালু উত্তোলনকারীরা।
পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে সভা উপস্থাপন করেন মাস্টার নিজাম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা এড কামাল আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল বাশার, উপজেলা ইসলামি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাও. আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ইকবাল হোসেন ইমাদ, সহ সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা যুব জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি আব্দুল্লাহ হোসাইন, কলাবাড়ি স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক মিয়া, ওয়ারিছ তালুকদার, সুনামিয়া সুহান, মজফর আলী, কোম্পানীগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি মইনুল ইসলাম, সাংবাদিক ও যুব সংগঠক ঈসা তালুকদার, মানবাধিকার কর্মী হাসান চৌধুরী রুয়েল, কোম্পানীগন্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নঈম, আবুবাকার সিদ্দিক, প্রমুখ।