শনিবার ২৬ জুলাই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালিকা বিদ্যালয়ের হলরুমে গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব কোম্পানীগঞ্জ এর সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সিদ্দিকীর সঞ্চালনায় কুরআন তিলাওয়াত এর মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের (অবসরপ্রাপ্ত) বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান। এসময় তিনি বলেন আমাদের কোম্পানীগঞ্জে এমন একটি সংগঠনের অভিষেক দেখে আনন্দে আপ্লূত হলাম। পিছিয়ে পড়া কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে শিক্ষাসহ সকলক্ষেত্রে এ সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পি পি
এড. কামাল হোসেন,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকার সহ সভাপতি
আরিজ আহমেদ,সিলেটস্থ সমিতি কোম্পানীগঞ্জ সিলেটের সভাপতি মুহাম্মদ রফিকুল হক,এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম, সহকারী অধ্যাপীকা শামীম আরা বেগম,
সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা।
এছাড়াও বক্তব্য রাখেন আরটিসি গ্লোবাল স্টাডির চেয়ারম্যান লায়ন আসাদুল হক আসাদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈমসহ উপস্থিত অতিথিবৃন্দ ও অত্র সংগঠনের নেতৃবৃন্দরা দিকনির্দেশনামুলক ও গঠনমূলক আলোচনা করেন।