1. muhammadesapress@gmail.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  2. live@grandnewsbd.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  3. info@www.grandnewsbd.com : গ্রান্ড টিভি :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা ওলিউর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ডেবিলদের পুনর্বাসনের অভিযোগ বাংলাদেশি পাসপোর্টধারীদের সুখবর, ভিসা ছাড়াই যেতে পারবেন যে ৩৯ টি দেশে কোম্পানীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক তোতিউর রহমান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করেছেন “ভলান্টিয়ার ফর সেনবাগ” কাদরা টু গোরকাটায় বৃক্ষরোপন অনুষ্ঠিত বিয়ানীবাজারে কথিত মানববন্ধনের বিরুদ্ধে এপলুর প্রতিবাদ বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম,র ছেলের বিয়ে সম্পন্ন ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনায় সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির নতুন সদস্য অভিষেক অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট বিভাগের আংশিক আসনের ইসলামী ঐকজোটের প্রার্থীদের নাম ঘোষণা।

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সিডনিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এক প্রতিবাদ সভার আয়োজন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৯ জুলাই শনিবার বিকেল ৪টায় সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখা।

সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জাহিদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেদুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়) সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌস।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাজা দাউদ ও মুরাদ হোসেন, ভিক্টোরিয়া শাখার আহ্বায়ক রহমত-উল ইসলাম, নিউ সাউথ ওয়েলস শাখার আহ্বায়ক মিঠু ব্যাপারী, সিনিয়র সদস্য রাসেল আহমদসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাসেদুল হক বলেন,
“বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে প্রচার করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। একইসাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমানজনক বক্তব্য দিয়ে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে।” তিনি এই ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ধৈর্য ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রধান বক্তা মোহাম্মদ অমি ফেরদৌস বলেন,
“দেশে বর্তমানে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। মিডফোর্ড এলাকায় ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সোহাগ নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যেন আর না ঘটে সে জন্য খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকল বক্তারা দলীয় ঐক্যের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক ষড়যন্ত্র ও সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট