পুরুষের সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য বড়বাজার মণিপুরী গ্লরীর পাশে যাত্রা শুরু করেছে গ্লামার জোন জেন্স সেলুন।
রবিবার (২০ জুলাই) ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে গ্লামার জোন জেন্স সেলুন এর যাত্রা শুরু হয়েছে।
সেলুনটি উদ্ধোধন করেন সিলেট সিটি কর্পোরেশন প্যানেল মেয়র (১ম) ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
সু সজ্জিত মনোরম পরিবেশে সাজানো গ্লামার জোন জেন্স সেলুন রুপর্চচায় আনন্দের সঙ্গে থাকবে মনের তৃপ্তিও, এমনটিই জানিয়েছেন প্রোপাইটার মোঃ আব্দুর রহিম।
এতে আরও উপস্থিত ছিলেন, মুরব্বি সাব্বির আহমদ,আল-হিকমাহ মাদ্রাসার পরিচালক আক্তার আহমদ, মহানগর বিএনপি নেতা আব্দুলা সফি সায়েদ, ব্যাবসায়ী ইমতিয়াজ রহমান তারেক,সিলেট স্যানেটারী ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন,৪ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আলমগীর হোসাইন,মহানগর যুবদল সহ-সাধারন সম্পাদক শাহিন উদ্দিন আহমদ,সমাজ সেবক অপু কুরেশী প্রমূখ।