৩ দফা দাবী ও জুলাই আন্দোলনে নিহত ও আহত রিক্সা শ্রমিকদের স্মরণে সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ২২নং ওয়ার্ড শাখার উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ জুলাই মঙ্গলবার বিকালে নগরীর উপশহরস্থ খেলার মাঠের সামন থেকে ব্যাটারি চালিত রিক্সা যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সংগঠনের ২২নং ওয়ার্ড শাখার সভাপতি নুর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, আব্দুস সালাম, মোস্তফা মিয়া, জসিম উদ্দিন, মুহিবুর রহমান, আতাবুর রহমান, জামিল হোসেন, আরিয়ান মিয়া, নাসির উদ্দিন, প্রকাশ আচার্য্য, হুমায়ুন নাসির, ইউনুস, তাজ উদ্দিন, জালাল প্রমুখ। এছাড়াও মিছিল সমাবেশে অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের ৩ দফা দাবী মেনে নেয়ার আহবান জানিয়ে বলেন, শ্রমিকরা পরিশ্রম করে দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু শ্রমিকরা যথাযথ মূল্যাণয় ও ন্যায্য অধিকার পাচ্ছেন না। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হলেও এখনো শ্রমিকগণ বৈষম্যের শিকার। অনতিবিলম্বে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের পুনঃবাসন, রেকার বিল কমানো এবং জুলাই মাসের সম্মানার্থে সারা জুলাই মাসে নগরীতে প্রশাসন কর্তৃক ব্যাটারি চালিত রিক্সা আটক সম্পূর্ণ বন্ধ করার দাবী জানান। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে আহত, নিহতরা সরকারি ভাবে আর্থিক সহযোগিতা পেলেও রিক্সা শ্রমিকগণ সেই সুযোগ পাচ্ছেন না, যা দুঃখজনক। জুলাই যুদ্ধাদের মত রিক্সা শ্রমিকদের সরকারি সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান শ্রমিক নেতৃবৃন্দ।