পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে ড. শাহ জামাল (নুরুল হুদা)-কে মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। মঙ্গলবার (১ জুলাই) শিক্ষা বোর্ডের ৩৭.১৪.৯১০০.০০০.৩০০.৮১.০০৮২.১৯.২১০ নম্বর স্মারকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ ধারা অনুযায়ী ড. শাহ জামাল (নুরুল হুদা)-কে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, বিদ্যালয় ও কলেজের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
স্থানীয়ভাবে জানা গেছে, ড. শাহ জামাল (নুরুল হুদা) একজন শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। তার এই মনোনয়ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষের অনুভূতি তৈরি করেছে।
এদিকে মনোনয়ন পাওয়ার পর ড. শাহ জামাল (নুরুল হুদা) বলেন, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। বিদ্যালয় ও কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অটুট রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।