সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ৭০৭ এর অন্তর্ভূক্ত পাহাড় লাইন উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ জুন) দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, সহকারী নির্বাচন কশিনার জেলার সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সদস্য সেবুল আহমদ।
নির্বাচনে মোট ১৫৭ জন শ্রমিক ভোটারের মধ্যে ১৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি প্রার্থী গিয়াস উদ্দিন ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলফিজ আহমদ ৬৬ ভোট পেয়েছেন। সহ সভাপতি প্রার্থী মঞ্জুর রহমান ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখরুল ইসলাম ৬৬ ভোট পেয়েছেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সম্পাদক পদে মো. আব্দুছ ছালাম সাজনু নির্বাচিত হয়েছেন। সহ সম্পাদক প্রার্থী রাসেল আহমদ সাহেল ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল আহমদ ৭২ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দিতায় সাংগঠনিক পদে শরিফ উদ্দিন নির্বাচিত হয়েছেন। সদস্য প্রার্থী আলেখ আহমদ ৮০ ভোট ও হোসেন আহমদ মজনু ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কিবরিয়া আহমদ পেয়েছেন ৫১ ভোট।
নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে শ্রমিক নেতৃবৃন্দেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।