সিলেটের গোয়াইনঘাটে গরুর ব্যবসার প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিল্পী বেগম উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের সুলতানপুর গ্রামের দুবাই প্রবাসী আবুল কালামের স্ত্রী।
এ ঘটনায় তিনি গত বছর সিলেট আমলী আদালতে তিনজনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৩৮৪/২০২৪)। অভিযুক্তরা হলেন: পান্তমাই গ্রামের ছিদ্দেক আলীর ছেলে রাজা মিয়া, নিজাম উদ্দিনের ছেলে রুবেল আহমদ এবং আলাউদ্দিনের ছেলে লোকমান মিয়া।
তবে মামলার দীর্ঘ তদন্ত শেষে গোয়াইনঘাট থানার এসআই তরিকুল ইসলাম তদন্ত প্রতিবেদনে শুধুমাত্র তৃতীয় আসামী লোকমান মিয়াকে অভিযুক্ত করেন। প্রথম ও দ্বিতীয় আসামীকে অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। এ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয় ৬ মে ২০২৫ তারিখে।
এর প্রতিবাদে বাদী শিল্পী বেগম ২০ মে আদালতে ‘নারাজি দরখাস্ত’ দাখিল করেন। দরখাস্তে তিনি উল্লেখ করেন, গরু ব্যবসার বিনিময়ে তিনি পূবালী ব্যাংক গোয়াইনঘাট শাখার তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকার একটি চেক রাজা মিয়াকে এবং ৪ লাখ টাকার আরেকটি চেক রুবেল মিয়াকে প্রদান করেছিলেন। অথচ এই দুইজনই মূল অভিযুক্ত হলেও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, তদন্ত কর্মকর্তা আর্থিক সুবিধা নিয়ে ইচ্ছাকৃতভাবে এই দুই আসামীকে চার্জশিট থেকে বাদ দিয়েছেন।
শিল্পী বেগম মামলার পুনঃতদন্ত করে প্রকৃত আসামীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম বলেন, “আমি তদন্ত করে যা পেয়েছি, সেটিই আদালতে প্রতিবেদন আকারে জমা দিয়েছি। বাদী যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারেন, কিন্তু অভিযোগ প্রমাণ সাপেক্ষ।”