বৃহস্পতিবার ০৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল কর্তৃক বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে,
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘ বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ ইং পরিবেশ সুরক্ষা, সচেতনতা বৃদ্ধির আহবান এবং টেকসই উন্নয়নের প্রতি অঙিকার পুনর্ব্যক্ত করতে এ দিবসটি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস এ বছরের প্রতিপাদ্য : প্লাস্টিক দূষণ আর নয়, শেষ করার এখনই সময়।
দিবসটি পালনের উদ্দেশ্যে সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল বৃক্ষ রোপন কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।
সিলেট ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজ ও শাহপরান জামেয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসা সহ আরও কয়েকটি স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজের পরিচালক ও শিক্ষক বৃন্দ, ও শাহপরান জামেয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মোহাম্মদ আবু ছালেহ মুসা ও ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব সহ সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল এর জেলা শাখার সভাপতি জনাব মো আবুল কালাম সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সংগটনের মহানগর কর্তৃক আয়োজিত কর্মসূচি তে
উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মো ফকরুজ্জামান, সহ সভাপতি মো আব্দুল মালিক, সহ সভাপতি মো আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো মাসুক আহমেদ, সহ সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, প্রচার সম্পাদক ঈসা তালুকদার, অর্থ সম্পাদক উস্তার আলী সহ হেলাল খান প্রমুখ।