সিলেট মহানগর বিএনপির ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সহ ক্ষুদ্র-কোটি শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল এর পিতা জনাব বাচ্চু মিয়া আজ বাদ জুম্মা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাবেক এই বিএনপি নেতার মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী প্রেস মিডিয়ায় এক শোক বার্তা পাঠিয়েছেন।
যৌথ শোক বার্তায় তাঁরা বলেন, মরহুম বাচ্চু মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি দলের জন্য নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিত কর্মী হারালো।
শোক বার্তায় তাঁরা এই দোয়া করেন, মহান আল্লাহ পাক উনাকে জান্নাতবাসী করুন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।