শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির দুই দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বাদ জোহর সিলেট নগরীর মক্তবগলি এতিমখানায় রান্না করা খাবার বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে বাদ আসর হযরত শাহাজাল (রহ.) মাজার মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিগত ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা সহ দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।