সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানা হলরুমে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সাবেক সভাপতি শাব্বির আহমদ, সহ-সভাপতি আনোয়ার সুমন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কার্যনিবার্হী সদস্য সুহেল রানা, মোহাম্মদ ঈসা তালুকদার, শাহিন আলম, কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সুজন চন্দ্র কর্মকার, সেকেন্ড অফিসার জগৎজোতি প্রমুখ।
এ সময় কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি শফিকুল ইসলাম খান মতবিনিময় সভায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতা কামনা করে বলেন সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনির মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং এবং সকল অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সাংবাদিক সহ সব মহলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখের স্থলাভিষিক্ত হোন নবাগত ওসি শফিকুল ইসলাম খান। এর আগে তিনি সুনামগঞ্জের ছাতক থানার ওসি ছিলেন।