1. muhammadesapress@gmail.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  2. live@grandnewsbd.com : গ্রান্ড টিভি : গ্রান্ড টিভি
  3. info@www.grandnewsbd.com : গ্রান্ড টিভি :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জ’ব্দ করা উচিত: মাসুদ কামাল এগিয়ে যাওয়া ছাড়া বাংলাদেশে আর কোনো বিকল্প নেই: খন্দকার মুক্তাদির আওয়ামীলীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেফতার সিলেটে শ্রমিক উইং এনসিপির সাথে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় শীঘ্রই সেনবাগে শুরু হতে যাচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পৌর ক্রিকেট লীগ ২০২৫” কেউ গ্রিন সিগন্যাল পাননি এখনো রেট সিগনালে আছেন: মালিক ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠিত প্রবাসী দুই সাংবাদিকের সাথে বিয়ানীবাজার প্রেসক্লাবের মতবিনিময়

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রেজওয়ান আহমদ, সিলেট সদর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেছেন, শিক্ষার্থীরা বর্তমানে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। একটি মোবাইলই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। তাই মোবাইলে আসক্ত না হয়ে পড়ালেখায় মনোযোগ দিতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা যাতে মোবাইলে আসক্ত না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। ছেলে-মেয়েদের ভবিষ্যৎ আপনাদেরকেই গড়ে দিতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। শারীরিক চর্চা ও মানসিক বিকাশের মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো। বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্র-ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের কান্ডারী। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য-আমরা আশা করব খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো।
তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রশংসা করে বলেন, এই কলেজের ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি খেলাধুলার পাশাপাশি পড়ালেখার কথা উল্লেখ করে বলেন, শুধু খেলাধুলা মেতে থাকলে চলবে না, পড়ালেখায়ও মনোযোগী হতে হবে। তবেই একজন শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
বুধবার (২৮ মে) সকাল ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু বকর রায়হান ও প্রভাষক নাসিমা আক্তার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য ড. নুরুল ইসলাম বাবুল,কাজী জালাল উদ্দীন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলখালিক, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাশুক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মুখলেছুর রহমান খান ও কলেজ শাখার ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক বালিকা শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, প্রাথমিক শখার ইনচার্জ জাহানারা বেগম আকতার, প্রভাষক ইয়াসমিন আরা প্রমুখ

এসময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক এখলাছুর রহমান, সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির সদস্য মো. মুহিব আলী, জাফর ইকবাল মাহমুদ । এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সহ অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট