যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে ১৩ মে মঙ্গলবার বেলা ৩:০০ টায় সিলেট সদর উপজেলার বুরজান চা-বাগান এর কমিউনিটি হলরুমে ২ (দুই ঘন্টা) ব্যাপী স্পোর্টস ফর ডেভেলপমেন্ট শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে সচেতনতা শীর্ষক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক এম এ সালাম হিমু, ফুটবল কোচ শরীফ সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান মিটন, ফুটবল কোচ সুহেল আহমেদ, উজ্জ্বল দাস ও ইউনিসেফ সিলেটের কমিউনিটি ফ্যাসিলেটর (সিএফ) আঁখি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে ২ জন বালিকার বক্তব্যে মাহমুদা আক্তার আইভি ও সাদিয়া জানান খেলাধুলায় পর্যাপ্ত সুযোগ সুবিধা বৃদ্ধি করা গেলে তারা নিজেদেরকে বিশ্ব ক্রীড়াঙ্গণে মেলে ধরতে পারবে।
এক্ষেত্রে তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের সার্বিক সহযোগিতা কামনা করেন।সিলেটে স্পোর্টস ফর ডেভেলপমেন্ট শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে ১২ মে সোমবার বেলা ১:০০ টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স এর হলরুমে ২ ( দুই ঘন্টা) ব্যাপী স্পোর্টস ফর ডেভেলপমেন্ট শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে সচেতনতা শীর্ষক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুরজান চা-বাগান পঞ্চায়েত সভাপতি সুভাষ নায়েক রতিলাল, ক্রীড়া সংগঠক এম এ সালাম হিমু, সাইদুল ইসলাম সোহেল, ফুটবল কোচ শরীফ আহমেদ ও ইউনিসেফ সিলেট সদর উপজেলার কমিউনিটি ফ্যাসিলেটর (সিএফ) রহিমা বেগম ও দুলালী বেগম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা জানান খেলাধুলায় পর্যাপ্ত সুযোগ সুবিধা বৃদ্ধি করা গেলে সমাজ থেকে মাদকসহ নানা ধরনের অপ সংস্কৃতি থেকে যুব সমাজ রক্ষা পাবে।
কর্মসূচি পরবর্তী বিকাল ৪:৩০ টায় বুরজান চা- বাগান কমিউনিটি খেলার মাঠে ৩ (তিন) দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণ কর্মসূচি'র উদ্বোধন করা হয়।